মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বন্ধুকে বাঁচাতে যাওয়াই কাল! কানা দামোদরে নেমে তলিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ডোমজুড়ে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কিছু? জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবাশিস মণ্ডল। বয়স তিরিশ বছর। হাওড়ার ডোমজুড়ের কোনার বাসিন্দা তিনি। কাজ করতেন একটি বেসরকারি সংস্থায়। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সকালে বন্ধুদের সঙ্গে কানা দামোদরে স্নান করতে যান দেবাশিস। জলে নামার পরই স্রোতের টানে ডুবে যান দেবাশিসদের এক বন্ধু। তাঁকে বাঁচাতে গভীর জলে নামেন দেবাশিস-সহ ২ জন।
এখানেই বিপত্তি। প্রথম যুবককে নিয়ে দেবাশিসের এক বন্ধু উঠে আসেন। কিন্তু দেবাশিস উঠতে পারেননি। তলিয়ে যান যুবক। বিষয়টি জানামাত্রই পুলিশের তরফে ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর উদ্ধার হয় দেবাশিসের নিথর দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু সত্যিই কি বন্ধুকে বাঁচাতে গিয়েই এই নির্মম পরিণতি? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছেন দেবাশিসের পরিবারের সদস্যরা।