বদলাচ্ছে চিন-ভারত সমীকরণ, এবার পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকা!

বদলাচ্ছে চিন-ভারত সমীকরণ, এবার পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকা!

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে ‘সাপে বর’। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি ভারত এবং চিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে কাছাকাছি আসছে। সোমবারই দিল্লিতে এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এর মধ্যেই জানা গেল, বেশ কয়েক বছর পর লাদাখের গালওয়ান উপত্যকা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য! ২০২০ সালে গালওয়ানে চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। তারপর থেকে কূটনৈতিক শীতলতায় গালওয়ান হয়ে উঠেছিল উভয় দেশের দ্বন্দ্বস্থল। ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তার জেরেই লাদাখের গলওয়ান উপত্যকায় এ বার ঘুরতে যেতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।

চিন সীমান্তবর্তী লাদাখ এবং অরুণাচল প্রদেশ পর্যটকদের স্বর্গরাজ্য। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন সকলেই। সেকথা মাথায় রেখে পর্যটন শিল্পে জোর দিচ্ছে প্রশাসন। যাতে উপকৃত হবেন দুর্গম পার্বত্য অঞ্চলের স্থানীয় মানুষও। লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্ত বলেন, “পর্যটনের বিকাশের জন্য সিয়াচেন এবং গালওয়ানকে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে পর্যটকেরা লাদাখের সীমান্তবর্তী অঞ্চলের অতুলনীয় প্রাকৃতিক শোভা দেখতে পারবেন। পাশাপাশি (জওয়ানদের) সাহস ও ত্যাগের ভাবনাকেও কাছে থেকে অনুভব করার অনন্য সুযোগ পাবেন।”

উল্লেখ্য, দেশের সামরিক সাফল্যের দিক থেকে গৌরবময় এমন জায়গায় পর্যটনের বিকাশে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য চলতি বছরের জানুয়ারিতে ‘ভারত রণভূমি দর্শন’ নামে একটি অ্যাপও চালু করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যে অ্যাপে সামরিক সাফল্যের সেই অঞ্চলগুলি সম্পর্ক প্রয়োজনীয় তথ্য রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *