‘বড্ড তাড়াতাড়ি বলের আকৃতি পালটাচ্ছে’, ইংল্যান্ডে পেসারদের সমস্যা নিয়ে সরব শুভমান

‘বড্ড তাড়াতাড়ি বলের আকৃতি পালটাচ্ছে’, ইংল্যান্ডে পেসারদের সমস্যা নিয়ে সরব শুভমান

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিচ বা আবহাওয়া নয়, ইংল্যান্ডে সমস্যা বাড়াচ্ছে ডিউক বল। এমনটাই জানালেন ভার‍ত অধিনায়ক শুভমান গিল। এজবাস্টনে জেতার পর তিনি বলেন, বড্ড তাড়াতাড়ি বলের আকৃতি পালটে যাচ্ছে। ফলে বল করতে সমস্যায় পড়ছেন বোলাররা। তবে কঠিন পরিস্থিতিতেও পেসাররা যেভাবে বল করেছেন তাতে মুগ্ধ অধিনায়ক।

ম‌্যাচের পর শুভমান জানিয়ে দিলেন, দলের দুই ফাস্ট বোলার যখন ১৭টি উইকেট নেন, তখন অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। দলের সামগ্রিক পারফরম‌্যান্সে উৎফুল্ল ভারত অধিনায়ক বললেন, ‘‘যখন আপনার দুই পেসার সতেরোটি উইকেট নেয়, তখন অধিনায়কের কাজটা অনেক সহজ হয়। জশপ্রীত বুমরাহ ছিল না। কিন্তু আমাদের দলের বোলাররা দেখিয়ে দিয়েছি, প্রতিপক্ষের কুড়িটি উইকেট তুলতে সক্ষম।’’

প্রথম টেস্টে হারের পরও যেভাবে ভারতীয় দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে তার জন‌্য বোলিং এবং ফিল্ডিংকে কৃতিত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘অতীতে আমরা যখনই সিরিজের প্রথম ম‌্যাচে হেরেছি, তারপরই দ্বিতীয় ম‌্যাচে ঘুরে দাঁড়িয়েছি। তাই আমরা জানতাম কীভাবে ফিরে আসতে হয়। জানতাম, আমরা যদি সাড়ে চারশোর মতো রান করতে পারি, তা হলে আমাদের বোলাররা ম‌্যাচে ঠিক ঘুরে দাঁড়াবে। আগের ম‌্যাচের পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম। তার মধ‌্যে অন‌্যতম ছিল, বোলিং এবং ফিল্ডিং। যেভাবে আমরা এই ম‌্যাচে আমরা ফিরে এসেছি, তা সত‌্যিই অসাধারণ।’’

শুভমান বলছিলেন, ‘‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। ওদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে সক্ষম হয়েছি। শুধু সিরাজ বা আকাশ দীপ নয়, প্রসিদ্ধ কৃষ্ণও চমৎকার বোলিং করেছে। তবে আকাশ দুর্দান্ত। সঠিক লেংথে বোলিং করেছে ও। তার উপর দুই দিকে বল মুভ করিয়েছে। এই ধরনের পিচে এরকম বল করাটা সহজ নয়। ও সত‌্যিই অসাধারণ।’’ তবে ইংল্যান্ডে ডিউক বল নিয়ে সমস্যা হচ্ছে বলেই তাঁর মত। ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, “বড্ড তাড়াতাড়ি বল নরম হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু বোলারদের সমস্যা হচ্ছে।” তবে গিলের মতে, খেলার সমস্ত বিষয় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *