বড় অপারেশন এসটিএফের, রঙের উৎসবে কটক থেকে উদ্ধার বিপুল অস্ত্র

বড় অপারেশন এসটিএফের, রঙের উৎসবে কটক থেকে উদ্ধার বিপুল অস্ত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অর্ণব আইচ: রঙের উৎসবের মরশুমেও নাশকতার ছক! বিশেষ সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে ভিনরাজ্য থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। ওড়িশার কটকে একটি বাড়ির মধ্যে মজুত ছিল বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ। সেসব উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই বাড়ির মালিক-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন এসটিএফের তদন্তকারীরা।

কটক থেকে উদ্ধার বিপুল যন্ত্রাংশ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্রে খবর আসে, ওড়িশার কটকে বিপুল পরিমাণে অস্ত্র মজুত হচ্ছে। দোল-হোলির মরশুমে নাশকতা ঘটানো হতে পারে। খবর পেয়েই ওড়িশা এসটিএফ এবং কটক জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজারের গোয়েন্দারা। বৃহস্পতিবার ভোরে কটকের বড়াধুলেশ্বর গ্রামে পৌঁছয় যৌথ বাহিনী। শরৎচন্দ্র যাদব নামে একজনের বাড়িতে তল্লাশি শুরু হয়। তাতেই জালে আসে অস্ত্র মজুতকারীরা।

এসটিএফ সূত্রের খবর, ২৯ টি আগ্নেয়াস্ত্রের অংশ, ৮০টি অসমাপ্ত পিস্তলের যন্ত্রাংশ, ১৪টি স্লাইডার, ৩৬ টি পিস্তলের বাট, ১৫ টি ব্যারেল, একটি লেদ মেশিন, একটি মিল মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন এবং সহজে ব্যবহৃত প্রচুর যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন মহম্মদ আজম। তাঁরই বাড়িতে কারখানার খোঁজ মিলেছে। তিনি হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকিরা শরৎচন্দ্র যাদব, আবিদ হোসেন, সামশের আলম। এদের মধ্যে শরৎচন্দ্র যাদবের বাড়ি ভাড়া নিয়ে মহঃ আজম কারখানা চালাতেন বলে জানতে পেরেছেন তদন্ততকারীরা। আবিদ ও সামশের বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত বলে জানা গিয়েছে। এই অপারেশন বড় সাফল্য বলেই দাবি কলকাতা পুলিশের এসটিএফের। সকলের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *