সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজ্রপাতে দাউ দাউ জ্বলছে গাছের মাথা- ঝড়বৃষ্টির দিনে এমন দৃশ্য অনেকেই দেখেছেন। আপাত ভাবে মনে হতে পারে বজ্রপাতে মানুষ বা অন্য প্রাণীর মৃত্যু যেমন ঘনঘন দেখা যায়, গাছের দুর্ভাগ্য হয়তো তেমন নয়। কিন্তু জানা গেল যে পরিসংখ্যান তা চমকে দেওয়ার মতো। বছরে ৩২ কোটি গাছের মৃত্যু হয় বজ্রপাতে। ‘গ্লোবাল চেঞ্জ বায়োলজি’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এমনই জানানো হয়েছে।
কী জানাচ্ছে গবেষণা? মিউনিখের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছে, প্রতি বছর এভাবে বজ্রপাতে গাছ ধ্বংস হওয়ার ফলে ০.৭৭ থেকে ১.০৯ বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড বেশি নিঃসরণ হবে বাতাসে। তুলনায় বলা যায় সারা বছর দাবানলে গাছের জ্বলে ওঠার ফলে ১.২৬ বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড বাতাসে মিশে যায়। তবে এপ্রসঙ্গে বলা ভালো, বজ্রপাতের হিসেবে কিন্তু সেই গাছগুলি নেই, যেগুলি বজ্রপাতের ফলে সৃষ্টি হওয়া দাবানলে ধ্বংস হয়। সেটাকে হিসেবে রাখলে ক্ষতির পরিমাণ আরও বেশি হয়।
যেহেতু পৃথিবী ক্রমেই উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে, তাই বজ্রপাতের ঘটনাও অহরহ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে বিচার করা উচিত বলেই মনে করছেন গবেষকরা। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বজ্রপাতে গাছের মৃত্যুর ঘটনা বেশি ঘটে বলে জানা যাচ্ছে গবেষণা থেকে। প্রতি বছর যত জৈব ভর নষ্ট হয় তার মধ্যে বজ্রপাতেই নষ্ট হয় ০.২৫ অংশ। বিষয়টির দিকে নিবিড় নজর রাখার কথা বলছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে যদি বজ্রপাতে গাছের মৃত্যুসংখ্যা বাড়ে তাহলে বাতাসে আরও বেশি পরিমাণে মিশবে কার্বন ডাই অক্সাইড। যা থেকে তৈরি হচ্ছে আশঙ্কার মেঘ।