নিরুফা খাতুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি! সোমবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা। ওড়িশা অন্ধ উপকূলের নিম্নচাপটি ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এটি গুজরাটের অভিমুখে যাবে। বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। অন্যদিকে আজ, রবিবার উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতা-সহ নয় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়া কলকাতা-সহ সব জেলাতেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার উত্তরবঙ্গে চার জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।