বঙ্গে বিজেপির মাটি শক্ত করতে তৈরি ‘টিম শমীক’, বিধানসভা নির্বাচনের আগে পুরনোদের বাড়তি গুরুত্ব

বঙ্গে বিজেপির মাটি শক্ত করতে তৈরি ‘টিম শমীক’, বিধানসভা নির্বাচনের আগে পুরনোদের বাড়তি গুরুত্ব

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লক্ষ্য বাংলায় মাটি শক্ত করা। বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর নতুন টিম প্রায় তৈরি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ‌্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কমিটির রদবদল নিয়ে আলোচনা করেছেন তিনি। শাহর গ্রিন সিগন‌্যালও পেয়ে গিয়েছেন বলে খবর। এবার শুধু নয়া কমিটি যেটা হতে চলেছে তা রাজ‌্য আরএসএসের অনুমোদনের জন‌্য পাঠানো হবে। সবুজ সংকেত মিললেই রাজ‌্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। আর তা ঘোষণা হবে আগস্টের প্রথম সপ্তাহের মধে‌্যই।

এদিকে, ১৫ আগস্টের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নামও ঘোষণার সম্ভাবনা প্রবল। একান্তই যদি মহিলা মুখ না করা হয়, তা হলে বিজেপির সর্বভারতীয় সভাপতির দৌড়ে ফের এগিয়ে রয়েছেন মনোহর লাল খট্টর ও শিবরাজ সিং চৌহান। শমীক ভট্টাচার্য তাঁর কাজের সুবিধার জন্য ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। জানা গিয়েছে, নতুন কমিটি তৈরির ক্ষেত্রে পুরনো এক রাজ্য সভাপতির ভূমিকা থাকছে। একসময় শমীক তাঁর জুটি ছিলেন রাজ্য বিজেপিতে। দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেড কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে।

কয়েকটি মোর্চার মাথাও বদল হচ্ছে। প্রধান মুখপাত্র পদে পুরনো কাউকে দেখা যাবে। বদল হবে মিডিয়ার একাধিক মুখ। ছাব্বিশের ভোটের আগে রাজ‌্য কমিটিতে নতুন হাওয়া আনতে চাইছেন শমীক। তবে বর্তমান কমিটির সকলেই টেনশনে, কে থাকবেন আর কে বাদ যাবেন, তা নিয়ে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর পছন্দের তালিকায় আসতে রীতিমতো চলছে টানাপোড়েন। নয়া কমিটি নিয়ে রাজ‌্য বিজেপিতে এক চরম উত্তেজনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *