সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না নীতীশ কুমার রেড্ডির। বাঁ হাঁটুতে চোট পেয়ে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়ে দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। আর দেশে ফিরেই আইনি সমস্যায় পড়ে গেলেন তিনি। তাঁর কাছে বকেয়া ৫ কোটি টাকা চেয়ে মামলা করা হয়েছে। বিরাট অঙ্কের এই মূল্য চোকাতে না পারলে তাঁর সমস্যা বাড়তে পারে বলেই খবর।
জানা গিয়েছে, নীতীশের নামে ৫ কোটি টাকার মামলা করেছে তাঁরই প্রাক্তন এজেন্ট সংস্থা। যে টাকা দিতে অস্বীকার করেন ২২ বছরের এই ক্রিকেটার। সেই সংস্থার সঙ্গে নীতীশের সম্পর্কে পূর্ণচ্ছেদ পড়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন। এরপর ভারতের এক ক্রিকেটারের সঙ্গে চুক্তিতে সই করেন তিনি। আপাতত আলোচনায় সমাধান পাওয়া যায়নি বলেই নীতীশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করে প্রাক্তন এজেন্সি। মামলার শুনানি হতে পারে সোমবার।
২০২১ সালে স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন নীতীশ। এরপর আইপিএলে অসাধারণ খেলে নজরে আসেন তিনি। ওই সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজের সুযোগ পান তিনি। আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটতে থাকে তাঁর। কিছু সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছিলেন। জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী তাঁর প্রাক্তন এজেন্সিকে যে টাকা দেওয়ার কথা ছিল তাঁর, তা দিতে অস্বীকার করেন তিনি। সেই কারণেই তাঁর নামে মামলা। এবার দিল্লি হাই কোর্ট কী রায় দেয়, সেই দিকেই নজর থাকবে।
ম্যাঞ্চেস্টারে রবিবার জিম করতে গিয়ে হাঁটুতে চোট পান নীতীশ। সঙ্গে সঙ্গে স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইংল্যান্ড সফরে দু’টি টেস্টে খেলেছিলেন ২২ বছরের এই ক্রিকেটার। উল্লেখ্য, ২০২৪ সালে পারথে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে নীতীশ কুমার রেড্ডির। সাতটি টেস্টের ১৩ ইনিংসে তাঁর রান ৩৪৩। গড় ২৮.৫৮। একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। রয়েছে ৮টি উইকেটও। তাঁর ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য একটা বড় ধাক্কা , তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।