বইকে চিনলু না…ভাইরাল গানে গ্রন্থবিমুখদের বার্তা? বইমেলার প্ল্যাকার্ড ঘিরে আলোচনা

বইকে চিনলু না…ভাইরাল গানে গ্রন্থবিমুখদের বার্তা? বইমেলার প্ল্যাকার্ড ঘিরে আলোচনা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিশ্বদীপ দে: আজকের দুনিয়ায় ভাইরাল বিষয়ের শেষ নেই। এই মুহূর্তে যা ভাইরাল, বিস্মৃতির অতলে তা যেতেও বেশি সময় লাগে না। ভাইরাল গান কিংবা নাচ নিয়ে হাসাহাসিও কম হয় না। তবে ভাইরাল গানের কথা জনসচেতনতায় প্রয়োগের মতো বৌদ্ধিক চেতনায় বোধহয় বাঙালিই এগিয়ে। নইলে কি আর বইবিমুখ মানুষজনদের উদ্দেশে আন্তর্জাতিক বইমেলায় এমন প্ল্যাকার্ড চোখে পড়ত? কে জানে! বাগদেবীর আরাধনার দিন বইমেলায় যে প্ল্যাকার্ডটি দেখা গেল, তাতে হালফিলের ভাইরাল গান – ‘ননী’র কথায় স্পষ্ট আক্ষেপ – ‘বইকে চিনলু না…’।

সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসেছে ৪৮ তম আন্তর্জাতিক বইমেলা। আজ প্রথম রবিবার। ভিড়ে ভিড়। দেশি-বিদেশি হাজার স্টলের মধ্যে চোখে পড়ল সেই প্ল্যাকার্ড। ৬ নং গেট দিয়ে ঢুকে ঠিক ডানদিকে। একটি কার্টুনের মাথায় লেখা – ‘ছি ছি ছি রে ননী/ সোনাকে চিনলু, বানাকে চিনলু/ বইকে চিনলু না।’ আরও লেখা – ‘BOOK-এ আয়’। আসলে আজকের যুগে যারা মোবাইলেই নিজেদের দৈনন্দিন জীবন খুঁজে নিয়েছে, এমনকী পড়াশোনার জন্যও মুঠোফোনের বাইরে একটুও বেরতে নারাজ, তাঁদের প্রতি এহেন বার্তা। বাগদেবীর বন্দনা আর বইমেলার আনন্দের মাঝেও যেন সূক্ষ্ণ খোঁচা দিচ্ছে ওই কার্টুনের লেখা – ‘বইকে চিনলু না।’

সম্প্রতি ভাইরাল হওয়া ওড়িয়া গানটি অনেকটা এরকম – ‘ধনকে দেখিলু তুই ননী সিনা মনকে চিনলু নাই, সুনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই…’ অর্থাৎ ননী নামে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ”ধনসম্পদই কেবল দেখলে ননী, মনকে চিনলে না? সোনাদানা চিনলে, মানুষ চিনলে না?” ঠিক একই আক্ষেপ বইমেলার সেই প্ল্যাকার্ডে। সোনাদানা, ধনসম্পদ সব চিনলেও এখন অনেকেই বইবিমুখ। দেশের সাংস্কৃতিক রাজধানীতে এমন মানুষের সংখ্যা কম নয়। তাই বইপ্রেম জাগ্রত করতে ভাইরাল গানের কথা এভাবে ব্যবহার করলেন নির্মাতারা। তারিফযোগ্য কাজই বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *