সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিড়াল বলে মাছ খাব না/ আঁশ ছোঁব না কাশী যাব।” রাষ্ট্রপ্রধানের ধর্মগুরু হওয়ার ইচ্ছের মতো। ক’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন গোটা বিশ্বকে চমকে দিয়েছেন। রসিকতার ছলে বলেছেন, ‘আমিই পোপ হতে চাই। সেটাই আমার প্রথম পছন্দ।’ এখানেই না থেমে এবার ‘ট্রুথ’ সোশ্যাল মিডিয়ায় একটি AI ছবি পোস্ট করেছেন নিজেই। যেখানে ট্রাম্পকে পোপ অবতারে দেখা গিয়েছে। এতেই শুরু হয়েছে বিতর্ক।
আসলে পোপ বেশে ট্রাম্পকে অনেকে রসিকতার ছলে নিলেও, নেট দুনিয়ায় একটি অংশ কড়া সমালোচনা করছে। আসলে গত মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। পোপের প্রয়াণে শোকের আবহ রয়েছে গোটা পৃথিবীর ক্রিস্টান সমাজ। এর মধ্যেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘পরবর্তী পোপ হিসেবে আপনার কাকে পছন্দ?’ উত্তরে মজা করে ট্রাম্প বলেন, ‘আমি নিজেই পোপ হতে চাই।’ এই বক্তব্যকে সেই সময় অনেকেই ভালো ভাবে নেয়নি।
তারই মধ্যে ‘ট্রুথ’ সোশ্যাল মিডিয়ায় পোপের বেশে AI ছবি পোস্ট করে আগুনে ঘি ঢেলেছেন ট্রাম্প। এই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার দেখা গিয়েছে নেটপাড়ায়। অনেকে বিষয়টিকে স্রেফ মজার ছলে নিয়েছেন। যদিও ধর্মপ্রাণ কেউ কেউ ট্রাম্পের এই কাজকে অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগ তুলেছেন কেউ কেউ। একজন বলেছেন, ‘এটা গির্জা এবং স্বয়ং ঈশ্বরের প্রতি অসম্মানজনক…।’