ফোন ধরেন না ধোনি! কেন এমন করেন বিশ্বজয়ী অধিনায়ক, প্রকাশ্যে আনলেন প্রাক্তন সতীর্থ

ফোন ধরেন না ধোনি! কেন এমন করেন বিশ্বজয়ী অধিনায়ক, প্রকাশ্যে আনলেন প্রাক্তন সতীর্থ

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে এবং মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি ব্যতিক্রমী। সেটা তাঁর ক্রিকেটীয় দর্শন দেখলেই বোঝা যায়। আর এবার টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনলেন তাঁরই সতীর্থ সাই কিশোর। তিনি জানান, বেশিরভাগ সময়েই ফোন ধরেন না ধোনি।

এক সাক্ষাৎকারে কিশোর বলেছেন, “আমি মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রায় সময়েই ফোন ধরে না সে। হোটেল রুমে ফোন রেখে খেলতে যেত। খুবই কম মোবাইল ব্যবহার করে। নিজেকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করে।”

ঠিক কী কারণে এমন করেন ধোনি? কিশোরের সংযোজন, “মাহি ভাই আসলে এমন কিছু করতে চান না যাতে ওর মনঃসংযোগ ব্যাঘাত ঘটে। এই ব্যাপারটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে জিজ্ঞাসা করতাম, সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা কি খুব প্রয়োজনীয়? ধীরে ধীরে আমিও কিন্তু সোশাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দিয়েছি।” প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় বেশিরভাগ সময়েই সক্রিয় থাকেন না ধোনি।

কিশোর সিএসকে’র স্কোয়াডে থাকলেও তাদের হয়ে কোনও ম্যাচ খেলেননি। এরপর গুজরাট টাইটান্সে খেলেছেন তিনটে মরশুম। গত আইপিএলে ১৫ ম্যাচে পেয়েছিলেন ১৯ উইকেট। সব মিলিয়ে ২৫টি আইপিএল ম্যাচে ৩২টি উইকেট পেয়েছেন তিনি। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। সেই কিশোর এবার ধোনির প্রশংসায় পঞ্চমুখ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *