ফোন ধরছে না প্রেমিকা, উত্তরপ্রদেশ থেকে মুম্বই গিয়ে ইট ছুড়ে মাথা থেঁতলে দিল প্রেমিক!

ফোন ধরছে না প্রেমিকা, উত্তরপ্রদেশ থেকে মুম্বই গিয়ে ইট ছুড়ে মাথা থেঁতলে দিল প্রেমিক!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন পাত্তা দিচ্ছিল না প্রেমিকা। ফোন করলেও ধরছিল না। এতেই রাগ বাড়ছিল প্রেমিকের। নাবালিকা প্রেমিকার উপর বদলা নিয়ে উত্তরপ্রদেশ থেকে সটান হাজির হন মুম্বইতে। সেখানে রাস্তা থেকে ইট নিয়ে প্রেমিকার মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ কিশোরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত করছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল সিং (১৯) । তাঁর প্রেমিকা কান্দিভালি (পশ্চিম) এলাকার সঞ্জয় নগরের গোসালিয়া রোডের বাসিন্দা। গত ২৪ মে বন্ধুদের সঙ্গে রাস্তায় ঘুরছিল ওই কিশোরী। তখনই হঠাৎ সামনে এসে উপস্থিত হন রাহুল। অকথ্য ভাষায় গালাগাল করার পর রাস্তা থেকে ইট ছুড়ে কিশোরীর মাথায় ছুড়ে মারে। মাথা থেঁতলে দেওয়ার পর মেয়েটির মোবাইলও ভেঙে দেয় রাহুল। তারপর সেখান থেকে পালিয়ে যায়।

এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে ভর্তি হয় হাসপাতালে। এখনও চিকিৎসা চলছে তার। থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাহুল বারাণসীর বাসিন্দা। দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি প্রেমিকা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করছিলেন না। দিনের পর দিন ফোন না ধরায় রাগে বারাণসী থেকে মুম্বই পাড়ি দেন অভিযুক্ত রাহুল। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *