‘ফোকাস নষ্ট হয়ে যাচ্ছিল’, রনজিতে রানে ফিরে স্বীকারোক্তি গিলের

‘ফোকাস নষ্ট হয়ে যাচ্ছিল’, রনজিতে রানে ফিরে স্বীকারোক্তি গিলের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনসংযোগের অভাবই টেস্ট ক্রিকেটে ব্যর্থতার কারণ। স্বীকার করে নিলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমান গিল। মেনে নিলেন ২০-২৫ রান করার পর মনোযোগ হারিয়ে ফেলছেন। যে কারণে বড় ইনিংস আসছে না।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মর্মে নির্দেশিকা জারি করে বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। বোর্ডের নির্দেশের পর পাঞ্জাবের হয়ে রনজি ট্রফিতে নামেন গিল। প্রত্যাবর্তনের পর প্রথম ইনিংসে ব্যর্থতাই সঙ্গী হয় তাঁর। কিন্তু দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন গিল। যদিও তাঁর ১০২ রানের ইনিংস কাজে আসেনি। কর্নাটকের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয় পাঞ্জাবকে।

দল হারলেও নিজে রানে ফিরতে পেরে খানিকটা স্বস্তিতে টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা। গিল মেনে নিচ্ছেন, লালবলে তাঁর ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। বলছেন, “আমার মনে হয় লাল বলের ক্রিকেটে শুরুর দিকের ২০-২৫ রান আমি সহজেই তুলে ফেলছি। কিন্তু তারপরই নিজের উপর বড্ড বেশি চাপ দিয়ে ফেলছি। আমাকে বড় রান করতেই হবে এই চাপটা পেয়ে বসছে। কিন্তু এভাবে খেলে আমি বড় হইনি। এই বাড়তি চাপ তৈরি করে ফেলায় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি না।”

গিলের খোলাখুলি স্বীকারোক্তি, “কিছু কিছু গুরুত্বপূর্ণ সময় আমি মনসংযোগ হারিয়ে ফেলছি। আমি নিজে ক্রিকেটার হিসাবে সবসময় খেলার মধ্যে জড়িয়ে থাকতে পছন্দ করি। আমি যখন ম্যাচের সব মুহূর্তে নিজেকে জড়িয়ে রাখি তখন নিজের সেরাটা দেওয়া সহজ হই।” টিম ইন্ডিয়ার প্রিন্স বলছেন, “আমার মনে হয় যে স্তরেই তুমি খেলো, রান পাওয়াটা ভীষণ জরুরি। ফর্মে ফিরলে একটা আলাদা অনুভূতি হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *