ফের স্ট্র্যাটেজি বদলের খেসারত, গুজরাটের কাছে হেরে প্লে অফের লড়াইয়ে ধাক্কা নাইটদের

ফের স্ট্র্যাটেজি বদলের খেসারত, গুজরাটের কাছে হেরে প্লে অফের লড়াইয়ে ধাক্কা নাইটদের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


গুজরাট টাইটান্স: ১৯৮/৩ (শুভমান-৯০, সুদর্শন-৫২)
কেকেআর: ১৫৯/৮ (রাহানে-৫০)
৩৯ রানে জয়ী গুজরাট টাইটান্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে পাঞ্জাবের কাছে নাস্তানাবুদ হওয়ার পর অজিঙ্ক রাহানেদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। সোমসন্ধ্যায় ঘরের মাঠে সেই ছবিটাই আরও স্পষ্ট হয়ে ধরা দিল। প্লে অফের পথ চওড়া করতে এদিন মূল্যবান ২টো পয়েন্ট ঝুলিতে ভরা ছিল অত্যন্ত জরুরি। কিন্তু সে লক্ষ্যে আর পৌঁছনো হল না। ইডেন গার্ডেন্সে রীতিমতো দাপটের সঙ্গে কেকেআরকে মাটি ধরাল গুজরাট টাইটান্স।

টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে নাইট অধিনায়ক রাহানে জানান, প্রথম একাদশে জোড়া বদলের কথা। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারায় সাত ম্যাচ পর কুইন্টন ডি’কককে বসিয়ে দলে নেওয়া হয় গুরবাজকে। কিন্তু চলতি আইপিএলে প্রথমবার নেমে গিলের দলের পেসের সামনে টিকতেই পারলেন না তিনি। ফিরলেন মাত্র ১ রান করে। আনরিখ নখিয়ার পরিবর্তে খেলেন মইন আলি। ৩ ওভারে ২৭ রান দিয়ে তাঁর ঝুলিও শূন্য। বরং এদিন ইডেন দর্শকদের মন জয় করলেন প্রাক্তন নাইট শুভমান গিল। অধিনায়কের ৫৫ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস বহুদিন মনে রাখবে ক্রিকেটের নন্দনকানন।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *