সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভায় হারে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই সময়ও খবরে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিতর্কিত বাসভবন ‘শিশমহল’। এবার ওই সরকারি বাসভবন সংস্কারে দুর্নীতির হয়েছে কিনা তা তদন্ত করে দেখবে কেন্দ্র। উল্লেখ্য, দিল্লিতে আম আদমি পার্টির পরাজয়ের অন্যতম কারণ শিশমহল। কেজরিওয়াল যে সাধারণ জীবনযাপনের কথা বলেন, তা যে সত্য নয়, প্রমাণে শিশমহলকে হাতিয়াড় করে ভোটে প্রচার চালিয়েছিল বিজেপি। অভিযোগ ওঠে, সরকারি বিধি ভেঙে বাংলো সংস্কার করেন কেজরি। এবার যাবতীয় অভিযোগ সামনে রেখে কেজরির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
