সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্য়ুত ট্রেন। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর।
জানা গিয়েছে, আজ শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাঁদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় নাকি লাইনের একাংশ ভেঙেও যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে যায়।