সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর। বারামুলাতে ভারতীয় সেনা ছাউনিতে জঙ্গি হামলা। যদিও তৎক্ষনাৎ সেই হামলা প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী। নিহত এই ভারতীয় সেনা।বুধবার রাতে উরি সেক্টরের টিক্কা বর্ডার পোস্টের কাছে বর্ডার(LOC)বরাবর অনুপ্রবেশ করে হামলা করে একদল সন্ত্রাসবাদী। বর্ডার অ্যাকশন টিম সেই হামলার ব্যর্থ করে দেয়। ঘটনার পর থেকেই সম্পূর্ণ সজাগ রয়েছে ভারতীয় সেনাবাহিনী। গোটা এলাকা জুড়়ে চলছে সেনার চিরুনি তল্লাশি। আরও জানা যাচ্ছে,পাক মদতপুষ্ট একদল জঙ্গি এই হামলার ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার রাতেই অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে তাঁদের তুমুল গুলির লড়াই হয়। তখনই এক সেনা গুরুতর আহত হন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]