ফের রক্তাক্ত উপত্যকা! রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, খতম এক জঙ্গি

ফের রক্তাক্ত উপত্যকা! রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, খতম এক জঙ্গি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর গুলির লড়াই চলছে জঙ্গি ও সেনার। গত ৯ দিন ধরে চলতে থাকা ‘অপারেশন অখল’-এ এদিন শহিদ হয়েছেন দুই জওয়ান। আহত আরও দুই। এখনও পর্যন্ত এই অপারেশনে জখম হয়েছেন দশ জওয়ান। খতম এক জঙ্গি।

জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্য দুই জওয়ান এখনও চিকিৎসাধীন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *