সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে আতঙ্ক। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ। মাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন। সেটি বন্ধ করে অন্য ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। যাত্রী ও বিমানকর্মীর সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।
রবিবার দিল্লি থেকে ইন্দরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি। বিমানবন্দর ছাড়ার পর আকাশে উড়তেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন দেখতে পারেন বিমানকর্মীরা। সতর্কবার্তা যায় ককপিটে। সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনটি বন্ধ করে, অন্য ইঞ্জিনের সাহায্যে দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। যোগাযোগ করেন দিল্লি বিমানবন্দরের সঙ্গে। কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরই জরুরি অবতরণের ছাড়পত্র মিলতে দেরি হয়নি। যাত্রীদের নিয়ে নিরাপদেই মাটিতে নেমে আসে বিমানটি। যাত্রীদের অন্য বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়েছে।
অন্য ইঞ্জিনটিতেও কোনও কারণে ত্রুটি থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা।এদিকে বিমানটির ইঞ্জিনে কেন আগুন লাগল? কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান ছাড়ার আগে যান্ত্রিক পরীক্ষার সময় ত্রুটি ধরা পড়েনি কেন উঠছে সেই প্রশ্ন। কেন কেন বার এয়ার ইন্ডিয়ার বিমানে এমনকাণ্ড ঘটছে উঠছে সেই প্রশ্নও।