সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়ংকর বিপর্যয় হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। মেঘভাঙা বৃষ্টির পর নামল ভূমিধস। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। জলের তোড়ে ভেসে গিয়েছে অনেক গাড়িও। তার মধ্যেই খোঁজ মিলছে না অনেকের। প্রশাসনের তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে, সোমবার রাতে মান্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। এরপর মঙ্গলবার সকালে সেখানে ধস নামে। এর জেরে ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে বহু গাড়িও। থমকে গিয়েছে জনজীবন। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের জেরে খারাপ অবস্থা উত্তরাখণ্ডেরও। দেরাদূনে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। উত্তরাখণ্ডের পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, গত বছরের মতোই এবছরও প্রকৃতির রুদ্ররোষে পড়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশ। গত ৭ জুন থেকে ৩ আগস্টের মধ্যে হিমাচলে শুধুমাত্র বৃষ্টির জেরে প্রাণ গিয়েছে ৭৯ জনের। ৩১ জুলাই রাতের হড়পা বানে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়। অন্যদিকে, কিছুদিন আগেই উত্তরাখণ্ডের ধারালি এলাকায় হড়পা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে বিস্তর।