ফের বিজেপি শাসিত ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণ!

ফের বিজেপি শাসিত ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণ!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরায় এবার চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ। দুই প্রতিবেশীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের নাম মিঠুন দেবনাথ ও বওয়ার দেববর্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই অভিযুক্তর সঙ্গে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির গিয়েছিল নির্যাতিতা নাবালিকা। ফেরার পথে তারা একটি গাড়িতে উদয়পুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। তখনই মিঠুন ও বওয়ার চলন্ত গাড়ির ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আর কে পুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিভা সিনহা জানিয়েছেন, “ফেরার পথে রাত প্রায় ১০টা নাগাদ গাড়িটি একটি চেকপোস্টে থামানো হয়। তখনই নাবালিকা তাঁদের জানান, ওই দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করেছে। এরপর আমরা অভিযুক্তদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি।”

শুক্রবার নির্যাতিতার পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করে। এরপরই মিঠুন দেবনাথ ও বাওয়ার দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দু’জনেরই বয়স ২৪ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করেছে। স্থানীয় আদালতে জবানবন্দি দিয়েছেন ওই মহিলা। ঘটনাটি বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *