ফের বাংলাদেশে দাপট ডেঙ্গুর, বাড়ছে মৃত্যু, চিন্তিত চিকিৎসকমহল

ফের বাংলাদেশে দাপট ডেঙ্গুর, বাড়ছে মৃত্যু, চিন্তিত চিকিৎসকমহল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ফের বাংলাদেশে থাবা বসাচ্ছে ডেঙ্গু। চলতি বছরে আজ ৭ জুলাই পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত এই রোগে। নতুন করে আরও ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি। প্রত্যেক বছরের মতো এবছরও ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত চিকিৎসকমহল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন। চলতি বছরের ৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ৫২.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন রোগী। যা এ বছরে একদিনে সর্বোচ্চ। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লক্ষ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *