‘ফের পাপ করলে…’ যোগীরাজ্যে দাঁড়িয়ে পাকিস্তানকে ‘ব্রহ্মস’ হুঁশিয়ারি মোদির

‘ফের পাপ করলে…’ যোগীরাজ্যে দাঁড়িয়ে পাকিস্তানকে ‘ব্রহ্মস’ হুঁশিয়ারি মোদির

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের লখনউয়ে গড়ে উঠছে মারণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস উৎপাদন কেন্দ্র। শনিবার যোগীরাজ্যে দাঁড়িয়ে সেই ব্রহ্মসের কথা স্মরণ করিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, “পাকিস্তান ফের পাপ করলে উত্তরপ্রদেশের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গিদের নিকেশ করা হবে।”

অপারেশন সিঁদুরের পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই পাকিস্তানকে কড়া সুরে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বলেন, “এখন থেকে লখনউয়ে তৈরি হবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। যদি পাকিস্তান কোনও রকম পাপ করার সাহস দেখায় তাহলে উত্তরপ্রদেশের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গিদের নিকেশ করব।” একইসঙ্গে দেশের প্রতিরক্ষা শক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, “অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব দেখেছে ভারতের তৈরি দেশিয় অস্ত্রের ক্ষমতা। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আত্মনির্ভর ভারতের শক্তি। বিশেষ করে ব্রহ্মস তার শক্তি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। এখন ব্রহ্মস নামটাই পাকিস্তানের ঘুম ছোটানোর জন্য যথেষ্ট।”

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে মারণ হামলা চালিয়েছিল ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি। এর পালটা ভারতকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। পালটা জবাবে পাকিস্তানের ১৩টি সেনা ও বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। সেই অভিযানে ব্যবহার করা হয়েছিল ভারতের তৈরি ব্রহ্মস। এবার উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানকে সেই ব্রহ্মস হুঁশিয়ারি দিলেন মোদি।

এছাড়াও প্রধানমন্ত্রী আরও বলেন, বড়বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরে নিজেদের নির্মাণকেন্দ্র তৈরি করেছে। ভারতের তৈরি করা অস্ত্র শীঘ্রই আমাদের সেনার অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে চলতে থাকা অস্থিরতার কথা উল্লেখ করে মোদি আরও বলেন, “বিশ্বজুড়ে চলতে থাকা অস্থিরতায় সবাই নিজের নিজের স্বার্থ দেখছে। ভারত আগামী দিনে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে। তাই অর্থনীতির বিষয়ে আমাদের আরও সজাগ হতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *