সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ল পেট্রল ও ডিজেলের আবগারি শুল্ক। দু’টির ক্ষেত্রেই সোমবার থেকে লিটার প্রতি দু’টাকা দাম বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। যার পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ফের দাম বাড়বে পেট্রল-ডিজেলের?
তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে জানা যাচ্ছে, গ্রাহকরা এই বৃদ্ধির প্রভাব অনুভব করবেন না। কেননা তেল বিপণন সংস্থাগুলি সম্ভবত এই খরচ বহন করবে বলেই আশা করা হচ্ছে।
Central Authorities raises excise responsibility by Rs 2 every on petrol and diesel: Division of Income notification pic.twitter.com/WjOiv1E9ch
— ANI (@ANI) April 7, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন