ফের গাজার বুভুক্ষু মিছিলে এলোপাথাড়ি গুলি ইজরায়েলি সেনার, মৃত অন্তত ২৭

ফের গাজার বুভুক্ষু মিছিলে এলোপাথাড়ি গুলি ইজরায়েলি সেনার, মৃত অন্তত ২৭

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়ে ফের এলোপাথাড়ি গুলি ইজরায়েলি সেনার। মঙ্গলবার সকালে এমনই এক ঘটনায় অন্তত ২৭ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। এই নিয়ে এমন ঘটনা ঘটল তৃতীয় বার।

গাজার অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, ”ইজরায়েলি সেনা ট্যাঙ্ক ও ড্রোন থেকে হামলা চালিয়েছে হাজার হাজার নাগরিকদের দিকে। তাঁরা রাফার উত্তর-পশ্চিমে আল-আলামের কাছে জড়ো হয়েছিলেন।” অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সব মিলিয়ে গুলিবিদ্ধ হন ১৮৪ জন। তাঁদের মধ্যে ১৯ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৮ জনের মৃত্যু হয় হাসপাতালে।

গত আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইমতো সেখানে বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। তবে দুর্ভিক্ষপীড়িত গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাহায্যকারী সংগঠনগুলিকে। বুভুক্ষের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি। এহেন অবস্থায় খাবার নিতে আসা মানুষের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালায় ইজরায়েলের সেনা।

উল্লেখ্য, এক রিপোর্টে তুলে ধরা হয়েছে গাজার সাম্প্রতিক করুণ প্রতিচ্ছবি। দাবি করা হয়েছে, গাজার ২০ লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ংকর অপুষ্টির শিকার। ত্রাণ না পৌঁছলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এর পরই গাজার ত্রাণ পাঠানোর অনুমতি দেয় ইজরায়েল। যদিও উত্তর গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়া হয়নি ইজরায়েলের তরফে। কারণ ওই অঞ্চলে গাজার বাসিন্দাদের উচ্ছেদের কাজ শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *