সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার এয়ার ইন্ডিায়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। কেরলের কালিকট বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ওড়া বিমান টেকঅফের ঘণ্টা দুয়েক বাদে ফিরে এল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইএক্স ১৩৫ উড়ানটি যাত্রী ও বিমানকর্মী-সহ ১৮৮ জনকে নিয়ে কালিকট বিমানবন্দর থেকে সকাল ৯ বেজে ৭ মিনিটে রওনা দিয়েছিল। যদিও ঘণ্টা দুয়েক বাদে ১১টা বেজে ১২ মিনিটে বিমানটি কালিকট বিমানবন্দরেই ফিরে আসে। বিমান সংস্থার অবশ্য দাবি, জরুরি অবতরণ করেনি উড়ানটি। যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদেই আছেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]