সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী। মঙ্গলবার রাতে তাঁকে ফের ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে। মায়ের চিকিৎসার তদারকির জন্য সৌরভ নিজেও বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত। রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়ও।
নিরুপা দেবী দীর্ঘদিন ধরেই অসুস্থ। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই জ্বর, গলা ব্যথার মতো কিছু উপসর্গ রয়েছে তাঁর। এতদিন চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। কিন্তু তাতে শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই নিরুপা দেবীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।
সৌরভ-স্নেহাশিসের মা নিরুপা দেবীর এখন ৭৬ বছর বয়স। এর আগে করোনা সংক্রমণ হয়েছিল। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ১৭দিন টানা হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। জন্মদিনও কেটেছিল হাসপাতালে। মায়ের জন্মদিনে হাসপাতালেই কেক নিয়ে গিয়ে উদযাপন করেছিলেন সৌরভ। হৃদযন্ত্রে সমস্যার পাশাপাশি ছোটখাটো অসুস্থতায় ভুগছেন বেশ কিছুদিন। জানা গিয়েছে, ইউরিনাল ইনফেকশনও হয়েছে তাঁর। এবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হল। ফলে সব মিলিয়ে তাঁকে নিয়ে বেশ চিন্তিত গঙ্গোপাধ্যায় পরিবার।
মায়ের চিকিৎসার তদারকিতে সৌরভ নিজে হাসপাতালে গিয়েছেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও সেখানে রয়েছেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও দ্রুত হাসপাতালে যেতে পারেন বলে খবর।