অর্ণব আইচ: ভয়াবহ দুর্ঘটনা। কাজ শেষ করে বাড়ি ফেরার আগেই মর্মান্তিক মৃত্যু কর্মীর। মৃত ওই কর্মীর নাম সারওয়ার আলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওয়েস্ট পোর্ট থানা এলাকার একটি কারখানায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সারওয়ার আলির। আর কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার সাড়ে ৮টার সময়। স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ি ফিরতে দ্রুত কাজ শেষ করছিলেন সারওয়ার। একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সরাতে যান তিনি। সেই সময় হঠাৎ করেই একটি ভারী অক্সিজেন সিলিন্ডার বিদ্যুতের তারের ওপরে পড়ে যায়। তারের রবারের অংশ ফেটে যায়। এর ফলে তারের সঙ্গে সিলিন্ডারের ঘর্ষণে বৈদ্যুতিক প্রবাহের সংস্পর্শে আসে। কার্যত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত অন্যান্য শ্রমিকরাও। দ্রুত সারওয়ার আলিকে স্থানীয় একবালপুর অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা সারওয়ার আলিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ছড়ায় উত্তেজনা। ওই কারখানার সামনে বিক্ষোভ দেখান শ্রমিক এবং তাঁদের পরিবাররা। নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ চলে। যদিও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অক্সিজেন সিলিন্ডার, তার সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।