ফেরারি বনাম ট্রাক! মুনিরের মন্তব্যকে হাতিয়ার করেই পাকিস্তানকে বিদ্রূপ রাজনাথের

ফেরারি বনাম ট্রাক! মুনিরের মন্তব্যকে হাতিয়ার করেই পাকিস্তানকে বিদ্রূপ রাজনাথের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটের বদলে পাটকেল! সঙ্গে খানিকটা রসবোধ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজের দেশের প্রশংসায় ভারতকে ছোট দেখানোর চেষ্টা করেছিলেন। সেই বাক্যকে হাতিয়ার করেই মুনিরকে পালটা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, ভারত আজ রাজকীয় ফেরারি গাড়ির মতো উন্নয়নের সড়কে ছুট লাগিয়েছে, আর অন্যদিকে পাকিস্তান এখনও মালবোঝাই ট্রাকের মতো কোনও মতে চলছে।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রের অনুষ্ঠানে রাজনাথ বলেন, “সবাই তো একটা কথাই বলছে, দুটি দেশ একই সঙ্গে স্বাধীন হয়েছে। কিন্তু একটা দেশ পরিশ্রমের মাধ্যমে, সঠিক নীতি প্রয়োগ করে, ফেরারি গাড়ির মতো অর্থনীতি তৈরি করেছে। অন্য দেশটির আজও মালবোঝাই গাড়ির মতো অবস্থা। সেটা তাদের নিজেদের ব্যর্থতা। আমি তো বলব, আসিম মুনির নিজেদের দেশের ব্যর্থতা স্বীকার করে নিলেন।”

ঠিক কী বলেছিলেন পাক সেনাপ্রধান? ফ্লোরিডার একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্য ছিল, “ভারত তো আসলে হাইওয়েতে উড়ে বেরনো ফেরারি গাড়ির মতো। কিন্তু আমরা হলাম মালবোঝাই বিরাট ট্রাক। যদি সেই ট্রাকটা গাড়িতে ধাক্কা মারে, তাহলে কে জিতবে?”

মুনির মন্তব্যের প্রেক্ষিতে বরং ঘুরিয়ে কটাক্ষের মুখে পড়েছে পাকিস্তান। নেটিজেনদের অনেকের মতে, মুনিরের মন্তব্যে পাকিস্তানের নিন্দাই করা হল। সাম্প্রতিক সময়ে, বারবার ভারতবিদ্বেষী মন্তব্য করেছেন মুনির। তার পালটায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তানের সেনাপ্রধান ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, নিজেদের ডাকাত মানসিকতার কথা স্বীকার করে ফেলেছেন। পাকিস্তান জন্ম থেকেই এই পরিস্থিতির শিকার। পাক সেনাবাহিনী একটা ভুল ধারণার মধ্যে আছে, সেটা আমাদের ভাঙা দরকার।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *