ফুটবলের পর ক্রিকেট, ইংল্যান্ডে মহিলাদের খেলায় নিষিদ্ধ রূপান্তরকামীদের অংশগ্রহণ

ফুটবলের পর ক্রিকেট, ইংল্যান্ডে মহিলাদের খেলায় নিষিদ্ধ রূপান্তরকামীদের অংশগ্রহণ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ক্রিকেটে রূপান্তরকামীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। এর আগে ইংল্যান্ডের মহিলা ফুটবলেও রূপান্তরকামীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফুটবল অ্যাসোসিয়েশন। তার ২৪ ঘণ্টার মধ্যে বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ডও।

সম্প্রতি এই ব্যাপারে রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। তাদের সিদ্ধান্তে ‘জন্মগতভাবে মহিলা’দের থেকে রূপান্তরকামীদের ভিন্ন বলে ঘোষণা করেছে। তারপরই সিদ্ধান্ত নিল ইসিবি। তারা জানিয়েছে, ‘যারা ‘জন্মগতভাবে নারী’ তারাই মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে। তবে রূপান্তরকামীরা তাদের নিজস্ব ক্রিকেটে অংশগ্রহণ করবে। এই নতুন বিধি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।’ উল্লেখ্য গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপিত হয়েছিল।

এর আগে ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও একই সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রসঙ্গ তুলে ইসিবি জানিয়েছে, ‘এফএ-র মতো আমরাও একই সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি যে, এই সিদ্ধান্ত রূপান্তরকামীদের ক্রীড়াজীবনে বিরাট প্রভাব ফেলবে। তবে আমরা চেষ্টা করছি, আমাদের নিয়মে বদল এনে যদি তাদের পাশে দাঁড়ানো যায়।’ তবে তারা এটাও স্পষ্ট করে দিয়েছে ক্রিকেটে বৈষম্যের কোনও জায়গা নেই।

অন্যদিকে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ‘আমাদের বর্তমান নীতিতে রূপান্তরকামীরা মহিলাদের ফুটবলে অংশগ্রহণ করতে পারত। এখন বিষয়টি জটিল হয়েছে। আমরা চেষ্টা করছি নিয়মে যাতে বদল ঘটানো যায়।’ চলতি বছরের জুন থেকে এই নীতি কার্যকর হবে। তবে এর বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়েছে। ফুটবল বনাম ট্রান্সফোবিয়া গ্রুপের সদস্য নাটালি ওয়াশিংটনের যেমন বক্তব্য, “বহু রূপান্তরকামীই পুরুষদের সঙ্গে খেলতে নিরাপদবোধ করবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *