সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নকল’ যেন বিজেপির মজ্জাগত। তা সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্প হোক, কিংবা প্রচার কৌশল। এবার জনসংযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নকল করে ফুচকা খেতে গিয়ে বিপাকে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে লক্ষ্য করে ধেয়ে এল তৃণমূলের কটাক্ষ বাণ। তৃণমূলের কটাক্ষ, কাক হয়ে ময়ুরের পালক গায়ে লাগাচ্ছেন শুভেন্দু।
দিন কয়েক আগে দুর্গাপুজোর মধ্যে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে মন্ডপ সংলগ্ন স্টলে ফুচকা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ফুচকাই খাননি, জনসংযোগ সেরেছেন। ফুচকা খাওয়ার পাশাপাশি ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়ে রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও অনেকক্ষণ কথা বলে তাঁদের দুর্দশা, অভাব অভিযোগের কথা শুনেছেন তিনি। সকন্যা অভিষেকের ফুচকা খাওয়ার দৃশ্য তুমুল ভাইরাল হয়। দিন কয়েকের ব্যবধানে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতোই ফুচকা খেতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কৌস্তভ বাগচীকে।
যার জেরে অভিষেককে নকল বা টুকলি করার কটাক্ষ শুনতে হল বিরোধী দলনেতাকে। শুভেন্দু অভিষেককে অনুসরণ করেই এই ঘটনা ঘটিয়েছেন বলে খোঁচা দিয়েছে শাসক দল। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে সঙ্গে নিয়ে ফুচকা খাচ্ছিলেন শুভেন্দু। এই দৃশ্য সোশাল মিডিয়ায় সামনে আসতেই তৃণমূলের দুই মুখপাত্র খোঁচা দিয়েছেন তাঁকে। দলীয় মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ময়ূরের পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।’ আরেক মুখপাত্র সুদীপ রাহা লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে বেলতলার নেড়ুর সঙ্গে ফুচকা খাচ্ছেন হাম্পিং ডাম্পিং অধিকারী! আগামী দিন জয় বাংলাও বলবেন!’