সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট কাটিয়ে ফিরলেন। আর ফিরেই ম্যাজিক জামাল মুসিয়ালার। ক্লাব বিশ্বকাপে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন বায়ার্ন তারকা মুসিয়ালা। এখানেই শেষ নয়। কিউয়ি দলকে ১০ গোলের মালা পরিয়ে ক্লাব বিশ্বকাপে নজিরও গড়ে ফেলল জার্মান ক্লাবটি।
একেবারেই একতরফা এই ম্যাচের স্কোরলাইন দেখেই বলে দেওয়া যায়, শুরু থেকে দাপট বজায় ছিল বায়ার্নের। ৬ মিনিটের মধ্যেই প্রথম গোলের দেখা পায় তারা। জসুয়া কিমিখের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল কিংসলে কোমানের। এরপর ১৮ থেকে ২১ মিনিটের একটা ছোট্ট স্পেলে তিন-তিনটে গোল আসে। গোল করেন সাচা বোয়ে, মাইকেল ওলিসে এবং কোমান। প্রথমার্ধ শেষ হওয়ার আগে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান টমাস মুলার এবং ওলিসে।
হাফডজন গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে নামে জার্মান ক্লাব। তবে, দ্বিতীয়ার্ধে গোল পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বায়ার্নকে। ৬৭ মিনিটে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাঁক খাওয়ানো শটে গোল মুসিয়ালার। সেই শুরু। এরপর ৭০ এবং ৮৪ মিনিটে আরও দু’টি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেইনের জায়গায় নামা এই তরুণ তুর্কি। তাঁর দ্বিতীয় গোলটি অবশ্য পেনাল্টি থেকে। ৮৯ মিনিটে মুলারের গোলে স্কোরলাইন ১০-০ হয়। আর এভাবেই ঝড় তুলে ক্লাব বিশ্বকাপে অভিযান শুরু করল বায়ার্ন মিউনিখ।
গোল উৎসবের খেলায় মেতে উঠে রেকর্ডও গড়ে বায়ার্ন। অকল্যান্ড সিটিকে ১০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের নজির এখন এই জার্মান ক্লাবের দখলে। এর আগে ক্লাব বিশ্বকাপে কোনও দল এক ম্যাচে ৬টির বেশি গোল করতে পারেনি। অন্যদিকে, কোনও দলই পাঁচ গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি। দু’টি রেকর্ডই এতদিন ছিল সৌদি ক্লাব আল হিলালের দখলে। ২০২১ সালে আল জাজিরাকে ৬-১ গোলে হারিয়েছিল তারা। তবে, বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় জয় এটা নয়। তাদের সবচেয়ে বড় জয় ওয়াল্ডবার্গের বিরুদ্ধে। ১৯৯৭ সালে জার্মান কাপের সেই ম্যাচে ১৬-১ গোলে জিতেছিল তারা। ক্লাব বিশ্বকাপের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি। গোল করেন ফাবিয়ান রুইজ, ভিটিনহা, সেনি মায়ুলু ও লি কাং-ইন।
We placed on a present in Cincinnati! 🤩#FCBACFC #FIFACWC #FCBayern #MiaSanMia pic.twitter.com/LURX3HISaL
— FC Bayern (@FCBayernEN) June 15, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন