ফিরল ‘পুষ্পা ২’-এর দুঃস্মৃতি! ধনুশের ‘কুবেরা’ ছবির শোয়ের মাঝেই ভেঙে পড়ল সিনেমাহলের ছাদ

ফিরল ‘পুষ্পা ২’-এর দুঃস্মৃতি! ধনুশের ‘কুবেরা’ ছবির শোয়ের মাঝেই ভেঙে পড়ল সিনেমাহলের ছাদ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল ‘পুষ্পা ২’- এর স্মৃতি। আবারও দক্ষিণী ছবির শো চলাকালীন ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতের শো চলাকালীন তেলেঙ্গানার মেহবুবাবাদে এশিয়ান মুকুন্ডা থিয়েটারের ছাদ ভেঙে পড়ে দর্শকে ভরা প্রেক্ষাগৃহে। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সকলে। দু’জন দর্শক আহত হন। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দুর্ঘটনার ভিডিও।  

এই ঘটনা ঘটার পর সিনেমাহল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দর্শকরা। তেলেঙ্গানার সিনেমাহলগুলির দিকে বিশেষ নজর দেওয়ার দাবিও জানান তাঁরা। তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে সিনেমাহলগুলির দুরাবস্থার জন্যই এমন ঘটনা ঘটেছে। 



ক্রাইম ড্রামা ‘কুবেরা’ তামিল ও তেলুগু দু’ভাষাতেই মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন ধনুশ, নাগার্জুনা, রশ্মিকা মন্দানা প্রমুখ। এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে অভিষেক ঘটল ধনুশের। এখনও পর্যন্ত দেশে এই ছবির বক্সঅফিস কালেকশন সাতষট্টি কোটি টাকা এবং বিশ্বব্যাপী এই ছবি ব্যবসা করেছে ৮১ কোটি টাকার। এই ছবির শোয়ে দুর্ঘটনার এই ঘটনায় ফিরে এসেছে আল্লু অর্জুনের পুষ্পা ২; ছবির দুর্ঘটনার কথা। ওই ছবির একটি বিশেষ শোয়ে উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন। তাঁকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় আর তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু হয়। জখম হয় এক শিশুও। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয় এই ঘটনার পর। আবারও ফিরে এল সেই ঘটনার স্মৃতিই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *