সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন, ভবিষ্যতের তারকা তৈরি হয় দিল্লি প্রিমিয়ার লিগে। সেই কারণে উদীয়মান ক্রিকেটারদের কাছে এই লিগে সুযোগ পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপিএলে অভিষেক হয়েছে বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীরের। অভিষেকেই বুঝিয়েছে, বাবার ‘গুণে’ গুণবান সে। বাবার কাছ থেকে কি পরামর্শ নিয়েছে সে? এই প্রসঙ্গে মন্তব্যও করেছে আর্য।
সেন্ট্রাল দিল্লি কিংস দলে রয়েছে আর্য। আন্তর্জাতিক ক্রিকেটার নবদীপ সাইনির বলে পরপর দু’টি চার মেরে ১৬ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেছে সে। এর আগে কোচবিহার ট্রফিতে সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। ডিপিএলে অভিষেক সম্পর্কে আর্যর মন্তব্য, “শেষ খেলার পর জানতে পেরেছিলাম পরের ম্যাচ খেলব। আগের ম্যাচে আমি ক্যাচ নিয়েছিলাম। খেলার শেষ হওয়ার পর জন্টি (সিধু) ভাই আমাকে বলেছিলেন, পরের ম্যাচে আমি খেলব।”
১৭ বছরের আর্যবীর এও জানিয়েছে, প্রথম দু’টি বাউন্ডারি তাকে মানসিকভাবে শান্ত হতে সাহায্য করেছে। তার কথায়, “ভালোই লেগেছে। প্রথম দু’টি বাউন্ডারি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। স্থির হতেও সাহায্য করেছে। কিন্তু ইনিংসটি খুব বেশি দীর্ঘ ছিল না। পরের বার আমি আরও বেশি সময় ক্রিজে থাকার চেষ্টা করব।”
বাবা বীরেন্দ্র শেহওয়াগের পরামর্শ নিয়ে ছেলের মন্তব্য, “যব ফাদার সাহেব বোলেঙ্গে তো শুননা তো পড়েঙ্গে হি (বাবার কথা তো শুনতেই হবে)।” তার সংযোজন, “আমরা জানি আমাদের উপর নজর রাখা হচ্ছে। স্কাউটদের নজর আমাদের উপর। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি ভাবি না, বিশেষ করে যখন আমরা মাঠে আছি। আমরা কেবল খেলার উপর মনোযোগ দিই।”
Virender Sehwag’s son Aryavir’s debut within the DPL. pic.twitter.com/rM4Cvu1xG9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন