‘ফাঁকা মাঠে’ কলকাতা লিগ জয়ের দোরগোড়ায় ইস্টবেঙ্গল, আইনি পথে হাঁটার ইঙ্গিত ডায়মন্ড হারবারের

‘ফাঁকা মাঠে’ কলকাতা লিগ জয়ের দোরগোড়ায় ইস্টবেঙ্গল, আইনি পথে হাঁটার ইঙ্গিত ডায়মন্ড হারবারের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


স্টাফ রিপোর্টার: বুধবারই ডায়মন্ডহারবার এফসি সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে তারা ঘরোয়া লিগের ইস্টবেঙ্গল ম্যাচে উপস্থিত থাকবে না। সেইমতো এদিন দুপুরে লিগের ম্যাচ খেলতে ইস্টবেঙ্গল কিশোরভারতী স্টেডিয়ামে উপস্থিত হলেও ডায়মন্ডহারবার উপস্থিত ছিল না।

এদিন সময় মতোই ডেভিড, সায়নরা মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করলেও প্রতিপক্ষ উপস্থিত না থাকার ফলে ম্যাচ শুরু করতে পারেননি রেফারি সুরজিৎ দাস। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা যে সময়, সেই দুপুর দুটোর পর আরও আধঘণ্টা ডায়মন্ড হারবারের জন্য অপেক্ষা করেন রেফারিরা। ডায়মন্ড হারবার না আসায় মাঠ থেকে বেরিয়ে যান তাঁরা। বেরিয়ে যাওয়ার আগে ম্যাচ কমিশনার সুব্রত দাস বলে যান, “কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব এলেও ডায়মন্ডহারবার এফসি আসেনি। আমরা নিয়ম অনুযায়ী আধঘণ্টা অপেক্ষা করেছি। কিন্তু ডায়মন্ডহারবার এফসি মাঠে না আসায় আমরা মাঠ থেকে বেরিয়ে গেলাম। আমি যা দেখেছি, যেটা ঘটনা সেটাই রিপোর্ট দেব।”

এবারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় ছিল ডায়মন্ডহারবার। এদিন মাঠে না এলেও আপাতত আইনি পথে হাঁটছেন আকাশ বন্দ্যোপাধ্যায়রা। বিষয়টিকে এত সহজে নিচ্ছে না ডায়মন্ডহারবার শিবির। আপাতত পুরো বিষয়টি নিয়ে আইনি পথে যাচ্ছেন আকাশ বন্দ্যোপাধ্যায়রা। এদিন ক্লাবের সহ-সভাপতি আকাশ বলছেন, “আমাদের ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কিছু বলার নেই। তবে পুরো বিষয়টা নিয়ে আইনি পদক্ষেপ নেব। কীভাবে দিনের পর দিন আমাদের অসহযোগিতা করা হয়েছে আইএফএ থেকে সেই সব বিষয় নিয়েই আইনি পরামর্শ নিচ্ছি। খুব শীঘ্রই পদক্ষেপ নেব।”

লিগ জয়ের জন্য একটা জয়ই যথেষ্ট ছিল ডেভিডদের। তবে এই ম্যাচ না খেলায় এখনই ওয়াকওভার ঘোষণা করেনি আইএফএ। নিয়ম অনুযায়ী লিগ সাব কমিটিতে এই ম্যাচটি নিয়ে আলোচনা হবে। সেখান থেকেই ঘোষণা করা হবে এই ম্যাচের পয়েন্ট কী হবে। হিসাবমতো লাল-হলুদ সমর্থকরা ধরেই নিয়েছেন এই তিন পয়েন্ট পাওয়া এখন সময়ের অপেক্ষা। কার্যত লিগ লাল-হলুদেরই। লিগ সাব কমিটি ওয়াকভার হিসাবে ইস্টবেঙ্গলকে এই ম্যাচের পুরো পয়েন্ট দিলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল।

২০১৭ সালে শেষবার লিগ জিতেছিল লাল-হলুদ। এবার লিগ জিতলে ৪০তম কলকাতা লিগ জয় করবে তারা। এমন পরিস্থিতিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, “এই ম্যাচের ভাগ্য নির্ণয় করবেন লিগ সাব কমিটির সদস্যরা। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কী হবে এর ভবিষ্যৎ। দেখা হবে ম্যাচ কমিশনারের রিপোর্টও। আইন মেনেই সব কিছু হবে।” তবে কোনওটাই এত সহজে হবে বলে মনে হয় না। ডায়মন্ড হারবার না আসা নিয়ে সচিব আরও বলছেন, “লিগে একশো বছর পার করে আসাও বহু ক্লাব রয়েছে। যাদের সামনে লিগ জয়ের সুযোগ থাকে না। ডায়মন্ডহারবারের সামনে সেই সুযোগ ছিল।” ডায়মন্ডহারবারের আইনি পদক্ষেপ নিয়েও সচিব জানিয়েছেন, “আইনের পথে যে কেউ যেতে পারেন। ওঁদের যদি আইনি পদক্ষেপ নিতে হয়, নেবেন।” ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, “আমরা পুরোপুরি তৈরি হয়েই এসেছিলাম। সিনিয়র দলের কোচ অস্কার এই ম্যাচের জন্য জেসিন, বিষ্ণুদের ছেড়েছিল। এখনও পর্যন্ত আমরা কোনও ম্যাচে হারিনি। আজ প্রতিপক্ষ কেন এল না বলতে পারব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *