সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্মে ফিরতে ভারতের ‘এ’ দলের হয়ে খেলতে পারেন রোহিত শর্মা, এমনটাই খবর ছড়িয়েছিল দিনকয়েক আগে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে ভারতের ‘এ’ দল স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। সেখানে নেই হিটম্যানের নাম। বাংলা থেকে একমাত্র অভিষেক পোড়েলকে সুযোগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত ‘এ’।
রবিবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘এ’ দলের প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন রজত পাটিদার। পরের দুই ম্যাচের নেতৃত্বভার দেওয়া হয়েছে তিলক ভার্মাকে। তিনটি ম্যাচের স্কোয়াডেই বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেককে রাখা হয়েছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলা হবে। ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়ার ‘এ’ দল। প্রত্যেকটি ম্যাচই খেলা হবে দুপুর দেড়টা থেকে।
প্রথম ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন রজত পাটিদার, প্রভসিমরান সিং, রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, প্রিয়াংশ আর্য, সিমরজিৎ সিং। এঁদের সঙ্গে পরের দু’টি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে তিলক বর্মা, অভিষেক শর্মা, হর্ষিত রানা এবং অর্শদীপ সিংকে। কারণ এই চারজন বর্তমানে এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পরে তাঁরা যোগ দেবেন ‘এ’ দলে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। ওয়ানডে থেকে সম্মানজনক বিদায় নেওয়ার একটা সুযোগ পাবেন হিটম্যান। তবে ওজন কমিয়ে ইতিমধ্যেই পুরোদমে ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে ফেলেছেন রোহিত। শোনা গিয়েছিল, তিনি ‘এ’ দলের এই সিরিজে খেলতে চান। আসলে আইপিএলের পর দীর্ঘ সময় ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন রোহিত। তাই ম্যাচ খেলে কঠোর প্রস্তুতি নিয়ে তিনি নামতে চলেছেন অজি সিরিজে, নিজেকে আবারও প্রমাণ করতে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু অজি সফরের আগে সেই ম্যাচ প্র্যাকটিস আর পাবেন না হিটম্যান।