ফর্মে ফিরতেই নায়ারকে ‘ধন্যবাদ’ রোহিতের, বরখাস্ত কোচের ‘পাশে’ দাঁড়িয়ে কাকে বার্তা?

ফর্মে ফিরতেই নায়ারকে ‘ধন্যবাদ’ রোহিতের, বরখাস্ত কোচের ‘পাশে’ দাঁড়িয়ে কাকে বার্তা?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে চেনা ফর্মে ছিলেন না রোহিত শর্মা। চেন্নাইয়ের বিরুদ্ধে পুরনো হিটম্যান মেজাজে ফিরলেন মুম্বই তারকা। আর তারপরই সোশাল মিডিয়ায় ‘ধন্যবাদ’ জানালেন রোহিত। সেটা কাকে উদ্দেশ্য করে? না, তাও আবার অভিষেক নায়ারকে। যিনি কিনা কদিন আগেই বরখাস্ত হয়েছেন জাতীয় দল থেকে।

স্বাভাবিক ভাবেই রোহিতের ‘ছোট্ট’ বার্তা যে অনেক বড় অর্থ তৈরি করেছে, সেটা অনেকেই মনে করছেন। তাও সেটা আইপিএলে মুম্বইয়ের জার্সিতে হাফসেঞ্চুরির করার। বিশেষ কিছুই না। রোহিত শুধুর হাফসেঞ্চুরির পরের একটি ছবি দিয়ে পাশে লিখেছেন ‘থ্যাংক ইউ’। সঙ্গে জ্বলজ্বল করছে অভিষেক নায়ারের ট্যাগ। দিন কয়েক আগে কেএল রাহুলও বলেছিলেন, আজকের বিধ্বংসী ফর্মের পিছনে নায়ারের অবদান রয়েছে। রিঙ্কু-অঙ্গকৃষের মতো নতুন তারকারাও আলাদা করে তাঁর সাহায্য পেয়েছেন বলে জানা যায়।

তবে রোহিত কী পরামর্শ পেয়েছেন বা আদৌ কোনও পরামর্শ পেয়েছেন কি না, সেটা জানা যায় না। কিন্তু এটাও শোনা যায়, নায়ারের কাজে খুশি ছিলেন না ভারতীয় দলের অনেক ক্রিকেটারই। এমনকী গৌতম গম্ভীরও নায়ারের বরখাস্তের খবর পেয়ে নীরব ছিলেন। অথচ গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর, তিনিই নায়ারকে কোচিং দলে নেওয়ার জন্য সচেষ্ট ছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর কোচিং স্টাফের ভূমিকা নিয়ে নিরীক্ষণ শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর অস্ট্রেলিয়া সফরেও ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তখনই মোটামুটি ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল অভিষেক নায়ারের।

সেখানে তো ‘কর্তা’ ছিলেন গম্ভীরই। তখন আবার অফ ফর্মে ছিলেন রোহিত। সেই তিনিই কি না ‘ধন্যবাদ’ জানালেন নায়ারকে। ক্রিকেট মহলের একাংশ মনে করছেন, তাহলে জাতীয় দলের অধিনায়ক ‘অখুশি’ ছিলেন না নায়ারের কাজে। তাছাড়া দুজনে আবার দীর্ঘদিনের বন্ধু। ফলে প্রশ্ন নায়ারের বরখাস্তের জন্য মূল ভূমিকা কার? মুম্বই জার্সিতে রোহিতের এক সামান্য ধন্যবাদজ্ঞাপন কিন্তু অনেক জটিল প্রশ্ন তুলে দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *