প্রেসিডেন্ট ট্রাম্পের বকায় ভোলবদল! ইরানের আণবিক ক্ষমতা নিয়ে অন্য সুর তুলসীর

প্রেসিডেন্ট ট্রাম্পের বকায় ভোলবদল! ইরানের আণবিক ক্ষমতা নিয়ে অন্য সুর তুলসীর

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের আণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে মতবদল মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের। নেপথ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধমক? মার্কিন সেনেটের অন্দরে অন্তত চর্চা তেমনই। ব্যাপারটা ঠিক কী?

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গোয়েন্দা প্রধান আগে দাবি করেছিলেন, ইরান আপাতত আণবিক অস্ত্র তৈরি করছে না। সাম্প্রতিক ইজরায়েল-ইরান সংঘাতের মাঝেই এক্সহ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট হয়। যা নিয়ে তীব্র বিরক্ত প্রকাশ করেন ট্রাম্প। গোয়েন্দা প্রধানের দাবি প্রকাশ্য়েই খারিজ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। সাফ জানান, দেশের গোয়েন্দারা ভুল। সেই সময় তুলসী গাবার্ডের ভিডিও-র প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। তখনও তিনি সাফ জানিয়ে দেন, তুলসীর বিশ্লেষণ ভ্রান্ত।



এরপরউ ভোলবদল মার্কিন গোয়েন্দা প্রধানের। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওয় তাঁর তুলসী দাবি করেন,’ বর্তমানে ইরান এমন পরিস্থিতি রয়েছে যে চাইলেই কয়েক সপ্তাহ বা এক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আমিও তাঁর সঙ্গে একমত।’ সংবাদমাধ্যমের উপর দোষ চাপিয়ে তুলসীর দাবি, মিডিয়া অযথা মার্কিন প্রশাসনের মধ্যে ফাটল তৈরির চেষ্টা করছে। যদিও তুলসীর এই দাবির নেপথ্যে ট্রাম্পের হাত রয়েছে বলে দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *