‘প্রেম করলে বিয়েও করব’, চাহালের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে কীসের ইঙ্গিত মাহভাশের?

‘প্রেম করলে বিয়েও করব’, চাহালের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে কীসের ইঙ্গিত মাহভাশের?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ডিভোর্স হওয়া যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। ডিনার থেকে খেলার মাঠ-সর্বত্রই চাহালের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। জল্পনার মধ্যেই নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরজে মাহভাশ। তাঁর মন্তব্যে ফের জল্পনা, তাহলে কি চাহালের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন?

এখন আইপিএলে ব্যস্ত চাহাল। তার মধ্যেই মাহভাশের সোশাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দিয়ে নেটপাড়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন ভারতীয় স্পিনার। কয়েকদিন আগে মাহভাশ একটি রিল পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার জীবনে যে পুরুষ আসবে, সে-ই আমার জীবনে একমাত্র পুরুষ হবে। সে-ই আমার বন্ধু, সে-ই বয়ফ্রেন্ড আবার সে-ই স্বামী হবে। আমার জীবন তাকে কেন্দ্র করেই আবর্তিত হবে।” সেই পোস্টে লাইক দিয়েছিলেন চাহাল।

তারপরে একটি পডকাস্টে মাহভাশ বলেন, “আমি আপাতত সিঙ্গল। বর্তমান যুগে বিয়ের ধারণাটা ঠিক কী, সেটাই আমার কাছে স্পষ্ট নয়। আমি এমন একজন মানুষ, যে বিয়ের পরিকল্পনা করলে তবেই প্রেম করব। যার তার সঙ্গে ডেটে যাই না। যেহেতু বিয়ের ধারণাটাই স্পষ্ট নয়, তাই আপাতত বিয়ে করার পরিকল্পনা নেই।” কিন্তু নেটদুনিয়ার প্রশ্ন, চাহালের সঙ্গে তো বেশ ঘনিষ্ঠভাবেই একাধিকবার দেখা গিয়েছে মাহভাশকে। তাহলে কি বিয়ে করার মতো মনের মানুষ পেয়ে গিয়েছেন জনপ্রিয় আরজে?

উল্লেখ্য, কিছুদিন আগেই ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে চাহালের। অবশ্য তার আগে থেকেই চাহালের সঙ্গে দেখা গিয়েছিল মাহভাশকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে চাহালের সঙ্গে ছিলেন তিনি। একসঙ্গে হাসিতে ফেটে পড়ছেন চাহাল-মাহভাশ, সেই দৃশ্যও ভাইরাল হয়েছিল। এবার কি তাহলে ধনশ্রী পর্ব ভুলে মাহভাশে মজলেন চাহাল?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *