অর্ণব দাস, বারাসত: মধ্যমগ্রাম-বিস্ফোরণ কাণ্ডে আরও ঘনীভূত হচ্ছে রহস্য! প্রেমের টানেই মৃত যুবক সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? অন্তত পুলিশের বক্তব্য ঘিরেই এমনটাই জল্পনা তৈরি হয়েছে। সোমবার দিনের শেষে সাংবাদিক বৈঠকে বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বলেন, ”মৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখানের কোনও তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।” যদিও এই বিষয়ে আরও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি পুলিশের। শীর্ষ এই পুলিশ আধিকারিকের দাবি, গোটা ঘটনার তদন্ত হচ্ছে। খুব শীঘ্রই বিষয়টি আরও স্পষ্ট হবে।