সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাহ্নবী কাপুর ও শিখর পাহারিয়ার সম্পর্কের কথা সর্বজনবিদিত। তাঁদের সম্পর্কে কোনও লুকোছাপা নেই। সোশাল মিডিয়ায় মাঝেমাঝেই শ্রীদেবী কন্যাকে দেখা যায় প্রেমিক ‘শিখু’র প্রতি ভালোবাসা জাহির করতে। মুম্বইতেও একসঙ্গে দেখা মেলে তাঁদের। মাঝেমাঝেই একসঙ্গে দেখা যায় তাঁদের বিভিন্ন পার্টিতে একসঙ্গে ‘উই টাইম’ কাটাতেও। এমনকি তিরুপতি মন্দিরেও দু’জন একসঙ্গে পুজো দিতে গিয়েছেন। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এইবছর কানের দরবারেও জাহ্নবীর সঙ্গে ছিলেন শিখর। অভিনেত্রীর জীবনে এমন এক মাইলস্টোন যোগ হওয়ায় যারপরনাই খুশি হয়েছিলেন প্রেমিক। শুধু নয় সম্প্রতি প্রেমিকের সঙ্গে জাহ্নবীর লন্ডন ট্যুরের যাবতীয় ছবিও সোশাল মিডিয়ায় দেখেছেন অনুরাগীর। এবার প্রেমিক শিখর পাহাড়িয়ার প্রতি ভালোবাসা জাহির করলেন জাহ্নবী। তবে এবার একটু অন্যভাবে।
বিদেশে ছুটি কাটানোর মাঝে সম্প্রতি উইম্বলডনে টেনিস টুর্নামেন্টে যান এই জুটি। সেখানেই জাহ্নবীকে জনসমক্ষে দেখা যায় শিখরের ছবি ও নাম লেখা একটি সাদা রঙের টি-শার্ট পরে। সোশাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই এই জুটির ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। সেই ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাচ্ছে শিখরকেও। শিখর পরেছেন সাদা টি-শার্ট ও ব্রাউন রঙের স্যুট। একে অপরের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছে। দু’জন যে বেশ খুশি তা তাঁদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে।
জাহ্নবীকে সোশাল মিডিয়ায় শিখরকে নিয়ে নানা ভালোবাসায় মোড়া ছবি ও লেখা পোস্ট করতে দেখা গেলেও এই বিষয়ে শিখর বেশ খানিকটা ব্যক্তিগতি রাখেন। তবে একেবারেই যে জাহ্নবীকে নিয়ে কোনও পোস্ট তিনি করেন না এমনটাও নয়। এর আগে সোশাল মিডিয়ার ভাইরাল একটি স্ক্রিনশটে দেখা গিয়েছিল জাহ্নবীর ছবির নিচে স্পষ্ট প্রেম উজাড় করেছেন শিখর পাহাড়িয়া। আর তা দেখে লজ্জায় লাল জাহ্নবী। এখানেই শেষ নয় চলতি বছরের মার্চ মাসে জাহ্নবীকে নিয়ে একটি পোস্ট করেন। সেখানে ভালবাসার মানুষ জাহ্নবীকে শিখর তাঁর শক্তি ও ভালোবাসা বলে সম্বোধন করেন। যা দেখে তাঁদের অনুরাগীরা রীতিমতো মুগ্ধ হন। উল্লেখ্য, এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একটু একটু করে জায়গা তৈরি করছেন বনি কাপুর ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। অন্যদিকে মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া।