প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী! দেখামাত্রই রাগে যুবককে ‘খুন’ স্বামীর

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী! দেখামাত্রই রাগে যুবককে ‘খুন’ স্বামীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সঞ্জিত ঘোষ, কৃষ্ণনগর: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী! দেখামাত্রই রাগে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার ভীমপুরে। ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সত্যিই কি পরকীয়ার বলি যুবক? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম রণজিৎ সর্দার। বয়স ২৭ বছর। নদিয়ার ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ময়দানপুরের বাসিন্দা ওই যুবক। প্রতিবেশী সূত্রে খবর, এলাকারই বাসিন্দা অমরেশ বিশ্বাসের স্ত্রী সাধনার সঙ্গে সম্পর্ক ছিল রণজিতের। তা জানাজানি হওয়ায় দাম্পত্যকলহ চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার দুপুরে বাড়ি ফিরে চমকে যান অমরেশ। অভিযোগ, ঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন স্ত্রীকে। তাতেই মেজাজ হারান অমরেশ।

অভিযোগ, তখনই নাকি ধারালো অস্ত্র নিয়ে রনজিতের উপর চড়াও হন অমরেশ। এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রণজিৎ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় রণজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরেশ বিশ্বাস, সাধনা বিশ্বাস ও তাঁদের ছেলেকেও আটক করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *