প্রেমিকার মন জিততে সটান বাঘের খাঁচায় ঢুকতে গেলেন প্রেমিক! তারপর…

প্রেমিকার মন জিততে সটান বাঘের খাঁচায় ঢুকতে গেলেন প্রেমিক! তারপর…

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, প্রেমে পড়লে নাকি লোকে বোকা হয়ে যায়। সারাক্ষণ মনের মানুষটির মুখই চোখের সামনে ভেসে ওঠে। প্রেমিকার আবদারে চাঁদ আনাও খুব সহজ বলে মনে হয়। এভাবেই প্রেমে পড়ে ‘বোকা’ হয়ে গিয়েছিলেন এই যুবক। প্রেমের সপ্তাহে প্রেমিকার মন জিততে সটান বাঘের খাঁচায় ঢুকতে গেলেন তিনি! ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রেমের সপ্তাহে অনেকেই মনের মানুষকে নানা উপহার দিয়ে ভরিয়ে দিচ্ছেন। নিজের প্রেমিকাকেও অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন ২৬ বছরের এই যুবক। জানা গিয়েছে, গুজরাটের আহমেদাবাদের কানকারিয়ার একটি চিড়িয়াখানায় এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সোজা গাছ বেয়ে উঠে পাঁচিল টোপকে বাঘের খাঁচার প্রায় সামনে চলে যান ওই যুবক। কিন্তু খাঁচায় ঢোকার আগেই তাঁকে ধরে ফেলেন চিড়িয়াখানার কর্মীরা। খবর দেওয়া পুলিশে। কর্মী ও পুলিশের হাতে এক-দু ঘা মারও খান যুবক।

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই যুবকের আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে থাকেন রাখিয়ালে। সময়মতো কর্মীরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। না হলে বড় অঘটন ঘটত। আপাতত প্রেমিকার জন্য প্রাণের মায়া ত্যাগ করা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দ্রুত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *