প্রাথমিক শিক্ষকদের BLO হিসাবে নিয়োগে বাধা নেই, নির্দেশ বিচারপতি সিনহার

প্রাথমিক শিক্ষকদের BLO হিসাবে নিয়োগে বাধা নেই, নির্দেশ বিচারপতি সিনহার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গোবিন্দ রায়: বিএলও হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ মামলায় কোনও বাধা নেই, জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এখনও পর্যন্ত মামলাকারীদের কোনও কাজ নির্দিষ্ট করা হয়নি, তাই মামলার নিষ্পত্তি বলে জানান তিনি। রবিবার কাজ করতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিচারপতি সিনহার।

বিএলও হিসাবে কাজ করতে পারবেন না বলে দাবি করে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি। মামলাকারীর আইনজীবী সুবীর স্যানাল বলেন, “মামলাকারী সবাই প্রাথমিক শিক্ষক। তাঁদের ডিউটি ডোর টু ডোর যাওয়া, বিশেষ ক্যাম্পেনিং ইত্যাদি। এটা প্রতিদিনের কাজ। কোনও ছুটির দিনের কাজ এটা নয়। স্কুলের কাজ করতে হবে না এটাও বলা হয়নি। কত দিন কাজ করতে হবে সেটা স্পষ্ট নেই। ইলেকট্রোরাল রোল রিভিশন করার কথা বলা হয়েছে। নবদ্বীপ, বামুনগাছি ইত্যাদি জায়গায় ৯০ শতাংশ শিক্ষকরা কাজ করছেন। স্কুলের সময়ের বাইরে ছুটির দিন কাজ করার কথা বলা হচ্ছে। ক্ষমতা আছে বলেই কী চাপিয়ে দিতে পারে কমিশন?”

বিচারপতি অমৃতা সিনহা পালটা বলেন, “এখনও পর্যন্ত কী কাজ, সেটা নির্ধারণ করা হয়নি। মামলাকারীরা আগে থেকেই কেন ধরে নিচ্ছেন হোলটাইম কাজ করতে হবে? আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজের কথা আছে। গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে। এই কাজ করুন। রবিবার কাজ করতে অসুবিধা কোথায়? শিক্ষক থাকলেও ছাত্র আছে কী?” এরপরই তিনি মামলার নিষ্পত্তি করে দেন। বিএলও হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই বলেই জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *