সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা। টেস্ট অবসরের পর দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক। তবে অস্ট্রেলিয়া সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। তার আগে প্রাক্তন ভারতীয় কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন শুরু করলেন রোহিত। সোশাল মিডিয়ায় রোহিতের অনুশীলনের সেই ভিডিও ভাইরাল।
খাতায় কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কতদিন থাকবেন? সেটা এখন লাখ টাকার প্রশ্ন। শোনা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপে আদৌ তাঁকে দলে রাখা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কোনও কোনও মহলে আবার এটাও বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হবে তাঁর বর্ণময় কেরিয়ার। এসবের মধ্যে রোহিত অবিচল। ২০২৭ বিশ্বকাপ যে তিনি খেলতে চান সে অভিপ্রায় গোপন করেননি। আপাতত তাঁর লড়াই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার চেষ্টায় হিটম্যান। রোহিত চাইছেন, সাতাশের বিশ্বকাপ দলকে জিতিয়ে সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। সমস্যা হল, সেটা করতে হলে আগামী দুবছর নিয়মিত ভালো পারফর্ম করতে হবে তাঁকে। সেই সঙ্গে ফিট থাকতে হবে। যে কাজটা বেশ কঠিন। এই কঠিন কাজটি করার জন্য ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের উপর আস্থা রাখছেন তিনি।
সূত্রের দাবি, রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ ম্যাচ ফিট থাকতে পারবেন কিনা, সেটা নিয়ে বোর্ড সংশয়ে। বোর্ড সূত্রের দাবি, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁর বয়স দাঁড়াবে ৪০ বছর। ততদিন হিটম্যান আদৌ আন্তর্জাতিক স্তরে খেলার মতো পরিস্থিতিতে থাকবেন কিনা সংশয় রয়েছে। ফিটনেস যে সমস্যা সেটা বুঝতে পারছেন রোহিত নিজেই। সেকারণেই আগামী দুবছর খেলা চালিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করে ফেলেছেন হিটম্যান। আপাতত নায়ারের তত্বাবধানেই অনুশীলন করবেন তিনি।
রোহিতের অনুশীলনের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁর অনুরাগীরা কিছুটা হলেও স্বস্তিতে। রোহিত ভক্তদের বক্তব্য, অন্তত নিজেকে ফিট রাখার জন্য কসরত শুরু করেছেন হিটম্যান। এবার মাঠে নেমে ম্যাজিক দেখানোর পালা।