প্রস্তাবে ছাড়পত্র ভারতীয় অলিম্পিক সংস্থার, ২০৩০ কমনওয়েলথ গেমস দেশের মাটিতে?

প্রস্তাবে ছাড়পত্র ভারতীয় অলিম্পিক সংস্থার, ২০৩০ কমনওয়েলথ গেমস দেশের মাটিতে?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে আগেই। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর ভারতে বসার সম্ভাবনা উজ্জ্বল। সেই উদ্দেশ্যেই বুধবার, দরপত্র জমা দেওয়ার অনুমোদন দিয়ে দিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। দিল্লিতে আইওএ’র বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এর ফলে ২০৩০ সালে এই ইভেন্ট ভারতে আয়োজিত হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পেল। তবে, চূড়ান্ত দরপত্র জমা দিতে হবে ৩১ আগস্টের মধ্যে। এরপরেই জানা যাবে, ভারতের কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ২০১০ সালে শেষবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতে। সেবছর দিল্লিতে আয়োজিত হয়েছিল ইভেন্টটি। এবার গেমস আয়োজনের দায়িত্ব ভারত পেলে তা হবে আহমেদাবাদে।

সম্প্রতি কমনওয়েলথ স্পোর্টের এক প্রতিনিধিদল আহমেদাবাদে পরিকাঠামো তদারকি গিয়েছে। সেই দলে ছিলেন ডিরেক্টর অফ গেমস ড্যারেন হল। গুজরাটে সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, আরও বড় প্রতিনিধিদল চলতি মাসেই ফের আসতে চলেছে। প্রশ্ন হল, ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসবে কি না, তা কবে জানা যাবে? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। কমনওয়েলথ স্পোর্টের জেনারেল অ্যাসেম্বলি গ্লাসগো থেকে ঘোষণা করবেন সে কথা। ওয়াকিবহাল মহল মনে করছে, দায়িত্ব পেলে অলিম্পিক আয়োজন করার ক্ষেত্রে ভারতের দাবি আরও জোরাল হবে।

ভারতে কমনওয়েলথ গেমসের আয়োজন হলে সমস্ত খরচ বহন করতে হবে সরকারকে। সূত্রের খবর, দেশের মাটিতেই যাতে কমনওয়েলথের আসর বসে, সেই কারণে এখন থেকেই পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে গুজরাট সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *