প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী, সঙ্গীতমহলে শোকের ছায়া

প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী, সঙ্গীতমহলে শোকের ছায়া

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী। রবিবার ২৭ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। এদিন গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত জগত।

রাগ সঙ্গীত ও বাংলা গানের জগতে স্বনামধন্য ব্যাক্তিত্ব সুপ্রকাশ চাকির মৃত্যুতে এদিন শকজ্ঞাপন করেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে তাঁকে যোগাযোগ করা হলে, তিনি শিল্পীর প্রয়াণের এই খবর নিশ্চিত করেছেন। একইসঙ্গে এদিন নিজের সোশাল মিডিয়াতে মনোময় শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

https://www.fb.com/manomay.bhattacharya/posts/pfbid0WuRYCtxtxfKETs9hSLRHdhtSjB9h8XzWfgi7ZFZbHokdAJ6Cvb5UNLWX6sGApDdql

 

বাংলা সঙ্গীত জগতের বেশ নামী শিল্পী সুপ্রকাশ চাকী। আকাশবাণীতে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করেছেন। বহু রেকর্ড রয়েছে তাঁর। পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে শিক্ষকতা করেছেন। গত বছর সঙ্গীতশিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তাঁর সহশিল্পীরা। খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কাছেও। তারপরই তিনি শিল্পীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *