সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই প্রাণ হারালেন তিনি। মডেল-অভিনেত্রীর আচমকা প্রয়াণে স্তম্ভিত অভিনয় জগৎ।
মুম্বইয়ের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। সঙ্গে ছিলেন আরও তিনজন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। হাসপাতালের রিপেসশনিস্ট জানান, শেফালিকে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
২০০২ সালে ডিজে ডলের একটি মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে পারফর্ম করে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। তখন থেকে তিনি ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। ওই সালেই সলমন খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘বেবি কাম না’ ওয়েব সিরিজে শ্রেয়স তালপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস’ সিজন ১৩-তে আবির্ভাব ঘটিয়ে ফের অনুরাগীদের রাতের ঘুম কাড়েন এই মডেল। তিনদিন আগেই ইনস্টাগ্রামে ফটোশুটের ছবি পোস্ট করে নিজের গ্ল্যামারের ছটায় ফলোয়ারদের চমকে দিয়েছিলেন। তখনও কে জানত, সেটাই তাঁর শেষ পোস্ট হতে চলেছে! তাঁর মৃত্যুর খবর এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না অনুরাগীরা।
View this publish on Instagram
ছোটপর্দার চেনা মুখ অ্যালি গোনি, রাজীব আদাতিয়ারা ইতিমধ্যেই শেফালির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। এত অল্প বয়সে তাঁর চিরবিদায় মেনে নিতে পারছেন না সহকর্মীরাও।