সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ঘানায় পা রেখেছেন নরেন্দ্র মোদি। সেদেশে অভিনবভাবে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে। ঘানার একঝাঁক কচিকাঁচা মিলে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গেয়ে মোদিকে স্বাগত জানাল। নিজের ‘ট্রেডমার্ক’ আলিঙ্গন কূটনীতিও সেরে ফেললেন প্রধানমন্ত্রী। আক্রায় পা রেখেই বুকে জড়িয়ে ধরলেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে।
প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাঁকে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই মোদিকে ঘিরে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গাইতে শুরু ঘানার বাচ্চারা। হাসিমুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী, সেই ভিডিও ভাইরাল হয়েছে।
#WATCH | Ghana: A gaggle of younger youngsters recite ‘Hare Rama Hare Krishna’ earlier than Prime Minister Narendra Modi, as they welcome him to Accra.
(Video: ANI/DD Information) pic.twitter.com/uzRrjowGUG
— ANI (@ANI) July 2, 2025
উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হল সেই সফর। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করবেন মোদি। ভারত-ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক-প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদানপ্রদান নিয়ে আলোচনা হবে সেখানে। ঘানার পার্লামেন্টেও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে পরের দিনই ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোর উদ্দেশে রওনা দেবেন মোদি। আগামী শনিবার সেখান থেকে পৌঁছবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা। যেখানে ১৯৯০-এর দশকে দুটি বড় সন্ত্রাসী হামলা শিকার হয়, যাতে যথাক্রমে ৩০ এবং ৮৫ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। জানা যাচ্ছে, মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে দেখা করবেন এবং অ্যাজেন্ডার অন্যান্য তিনটি প্রধান বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন