প্রথম ভারতীয় সিনেমা হিসেবে WAVES-এর মঞ্চে নজির গড়ল ‘দেবী চৌধুরানী’, উচ্ছ্বসিত শুভ্রজিৎ

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে WAVES-এর মঞ্চে নজির গড়ল ‘দেবী চৌধুরানী’, উচ্ছ্বসিত শুভ্রজিৎ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ার উন্নতি সাধনে পয়লা মে থেকেই মোদি সরকারের উদ্যোগে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হয়েছে ওয়েভস। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে’ হাজির বিভিন্ন সিনে ইন্ডাস্ট্রির তারকারা। বলিউডের খান-কাপুর থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির রজনীকান্ত, নাগার্জুন, চিরঞ্জিবীদের মতো তাবড় তারকারা শামিল হয়েছিলেন সেই সম্মেলনে। সেখানেই নজির গড়ল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’।

বিশ্বের ৯০টি দেশের দশ হাজার তাবড় ব্যক্তিত্বদের সামনে প্রদর্শিত হল ‘দেবী চৌধুরানী’র টিজার। পয়লা ঝলকেই আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসা কুড়িয়েছে শুভ্রজিতের সিনেমা। ছবিতে ‘ভবানী পাঠকে’র ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি বর্তমানে মুম্বইতে দাপটের সঙ্গে কাজ করছেন। ওয়েভস-এর মঞ্চেও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিশ্ব সম্মেলনেই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে ‘দেবী চৌধুরানী’ ছবিটিকে প্রথম ভারত-যুক্তরাজ্য যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে ঘোষণা করা হল। টিজার প্রদর্শনের সময় হাজির ছিলেন প্রযোজক অনিরুদ্ধ দাশগুপ্ত, সৌম্যজিৎ মজুমদার, মনসুর আলিরা। কলকাতায় কাজের সূত্রে থাকায়, মুম্বইতে যেতে পারেননি শুভ্রজিৎ মিত্র। তবে ওয়েভস-এর মতো বিশ্বমানের অনুষ্ঠানে নিজের ছবির প্রশংসা শুনে আপ্লুত পরিচালক।

ইতিহাস ভিত্তিক ছবি ‘দেবী চৌধুরানী’তে ডাকাতসম্রাজ্ঞীর ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিলকে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল ‘দেবী চৌধুরানী’র মোশন পোস্টার। এবার ওয়েভস-এও প্রশংসিত বাংলার ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *